SolidBangla Home Page

Tangail District

বাংলা সংবাদপত্র টাঙ্গাইল সংবাদপত্র টাঙ্গাইল সরকারী তথ্য বাতায়ন বাংলা ওয়াজ শুনুন ফ্রিল্যান্স জবস
Dhaka Division
Dhaka
Faridpur
Gopalganj
Madaripur
Kishoregonj
Manikganj
Munshigonj
Narayanganj
Rajbari
Narsindi
Shariatpur
Gazipur
Tangail
Other Divisions
Barisal Division
Khulna Division
Chittagonj Division
Mymensingh Division
Rajshahi Division

 

টাঙ্গাইল জেলা
দেশের মধ্যভাগে অবস্থিত ঢাকা বিভাগের অন্তর্গত জেলা টাঙ্গাইল। জেলাটির আয়তন ৩৪১৪ বর্গ কিলোমিটার এবং ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে জনসখ্যার ঘনত্ব ১৩০৩ জন। আয়তনের দিক দিয়ে এটি ঢাকা বিভাগের দ্বিতীয় বৃহত্তম এবং জনসংখ্যার দিক দিয়ে প্রথম জেলা। টাঙ্গাইলের পূর্বে ময়মনসিংহ ও গাজীপুর জেলা, পশ্চিমে সিরাজগঞ্জ জেলা, উত্তরে জামালপুর জেলা এবং দক্ষিণে ঢাকা ও মানিকগঞ্জ জেলা অবস্থিত। টাঙ্গাইলে মোট ১২ টি উপজেলা রয়েছে। এগুলো হল টাঙ্গাইল সদর, কালিয়াহাতি, ঘাটাইল, বাসাইল, গোপালপুর, মির্জাপুর, ভুঞাপুর, নাগরপুর, মধুপুর, সখিপুর, দেলদুয়ার এবং ধানবাড়ি উপজেলা। টাঙ্গাইল একটি নদীবেষ্টিত বৃষ্টিপ্রবন এলাকা। যমুনা নদীর তীরে অবস্থিত জেলাটির ভেতর দিয়ে বয়ে গেছে লৌহজং নদী।  টাঙ্গাইলের মধুপুর উপজেলায় প্রচুর পরিমানে আনারস উৎপন্ন হয়। এ অঞ্চলের মিষ্টি আনারসগুলো সারাদেশে মধুপুরের মধু নামে পরিচিত। 

ইতিহাস ঐতিহ্য:
১৯৬৯ সালে জেলায় উন্নীত হওয়ার আগ পর্যন্ত টাঙ্গাইল ছিল ময়মনসিংহ জেলার একটি মহকুমা। টাঙ্গাইল জেলার নামকরন নিয়ে নানারকম লোককাহিনী প্রচলিত আছে যার বেশিরভাগই ভিত্তিহীন। ১৮ শতকের শেষের দিকে রেনন তার মানচিত্রে এই পুরো অঞ্চলকে আটিয়া নামে উল্লেখ করেছিলেন। ১৮৬৬ সালের আগে টাঙ্গাইল নামে কোন স্বতন্ত্র এলাকার উল্লেখ কোথাও পাওয়া যায় না। টাঙ্গাইল নামটি প্রথম জনসম্মুখ্যে আসে ১৮৭০ সালে মহকুমার সদর দপ্তর আটিয়া থেকে টাঙ্গাইলে স্থানান্তরের সময়। ইতিহাসবিদ খন্দকার আব্দুর রহিমের মতে ইংরেজ আমলে উচ্চ শ্রেনীর লোকজনের ট যুক্ত শব্দই এ অঞ্চলের নাম টাঙ্গাইল হওয়ার পেছনের অন্যতম কারন। 

দর্শনীয় স্থান:
টাঙ্গাইল জেলার অন্যতম কিছু দর্শনীয় স্থান হল মধুপুরের জাতীয় উদ্যান, যমুনা বহুমুখী সেতু, আতিয়া মসজিদ, আদম কাশ্মীরি এর বাজার, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার, সাগরদিঘি,  ঐতিহ্যবাহী পোড়োবাড়ি, ডিসি লেক প্রভৃতি।
পোড়োবাড়ির চমচম টাঙ্গাইলের একটি বিখ্যাত এবং ঐতিহ্যবাহী খাবার। মিষ্ঠিটা বেশ সুস্বাদু।

যাতায়াত:
ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৯২ কিলোমিটার। ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে প্রতিদিন অনেক বাস ছেড়ে যায়। প্রধানত মহাখালী বাস টার্মিনাল থেকেই টাঙ্গাইলগামী বাসগুলো ছেড়ে যায়।
ঢাকা থেকে খুব সহজে ট্রনেও টাঙ্গাইল যাওয়া যায়। কমলাপুর রেলস্ট্রশন থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে বেশকিছু ট্রেন প্রতিদিন যাতায়াত করে। এর মধ্যে যমুনা এক্সপ্রেস এবং অগ্নিবিণা অন্যতম।

টাঙ্গাইল স্থানীয় খবরের কাগজ পরতে এখানে ক্লিক করুন।

For any suggestions or comment, please contact us. Thanks