Other Divisions |
Barisal Division |
Khulna Division |
Chittagonj Division |
Mymanshing Division |
Rajshahi Division |
|
|
|
|
নরসিংদী জেলা
দেশের মধ্যে অবস্থিত ঢাকা বিভাগের অন্তর্গত একটি জেলা নরসিংদী। জেলাটির উত্তরে রয়েছে কিশোরগঞ্জ জেলা, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা, দক্ষিণে নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং পশ্চিমে গাজীপুর জেলা। জেলাটির আয়তন ১১৪০ বর্গ কিলোমিটার এবং ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১৭০০ জন। বেশ কিছু নদী বয়ে গেছে নরসিংদী জেলার উপর দিয়ে। মেঘনা, আরিয়াল খা্ পুরাতন ব্রহ্মপুত্র এবং শীতলক্ষ্যা এর মধ্যে অন্যতম। ছয়টি উপজেলা নিয়ে গঠিত নরসিংদী জেলাটি। এগুলো হল নরসিংদী সদর, রায়পুরা, বেলবো, পলাশ, মনোহরদীর এবং শিবপুর।
ইতিহাস ঐতিহ্য
একটি প্রাচীন এবং সমৃদ্ধ নগরী নরসিংদী। প্রাচীনকাল থেকে এ অঞ্চলটি কাপড় উৎপাদনে অনেক বিখ্যাত ছিল যা আজ অবধি বিদ্যমান। বর্তমানেও নরসিংদীতে প্রচুর টেক্সটাইল মিল রয়েছে যা এ অঞ্চলের ঐতিহ্যের ধারক ও বাহক। ১৯৮৪ সালে জেলা হিসাবে স্বীকৃতি পাওয়ার আগে নরসিংদী ছিল ঢাকা জেলার অধীনে নারায়নগঞ্জ মহকুমার একটি থানা।বাংলার বার ভুইয়াদের আমলে এ অঞ্চলটি অধিকাংশ সময়ই বার ভুইয়াদের অধীনে ছিল। পনের শতকের দিকে এ অঞ্চলে নরসিংহ নামের একজন প্রতাপশালী রাজার বসবাস ছিল যে পুরাতন ব্রহ্মপুত্রের তীরে একটি স্বতন্ত্র নগর প্রতিষ্ঠা করেছিল। ধারনা করা হয় রাজা নরসিংহের নামানুসারেই এ অঞ্চলের নাম হয়েছিল নরসিংদী।
দর্শনীয় স্থান
নরসিংদী জেলার মধ্যে দর্শনার্থীদের প্রথম পছন্দের জায়গাটি হল ড্রিম হলিডে পার্ক। ৬০ একর জমির উপর নির্মিত এ পার্কটিতে রয়েছে অত্যাধুনিক সব রাইড এবং হাজারো বিনোদনের ব্যবস্থা। রয়েছে বেশ কিছু কটেজ এবং খুপরি ঘর, কৃত্রিম অভয়অরণ্য এবং ইমু পাখি। এখানে দুটি পিকনিক স্পটও রয়েছে। ড্রিম হলিডে পার্কের প্রবেশমূল্য ৩০০ টাকা।জেলার অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যাদুঘর, গিরিশ চন্দ্র সেনের বাড়ি, লক্ষন সাহার জমিদার বাড়ি এবং উয়ারী বাটেশ্বর। উয়ারী বাটেশ্বর বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্বিক নিদর্শন।
যাতায়াত
ঢাকা থেকে নরসিংদীর দূরত্ব ৫৭ কিলোমিটার। ঢাকার প্রায় সবগুলো টার্মিনাল থেকেই নরসিংদীগামী বাস পাওয়া যায়। এছাড়া ঢাকা থেকে সিলেটগামী ট্রেনেও নরসিংদী যাওয়া যায়।
নরসিংদী স্থানীয় খবরের কাগজ পরতে এখানে ক্লিক করুন।
For any suggestions or comment, please contact us. Thanks |