Other Divisions |
Barisal Division |
Khulna Division |
Chittagonj Division |
Mymensingh |
Rajshahi Division |
|
|
|
|
মানিকগঞ্জ জেলা
দেশের মধ্যভাবে অবস্থিত ঢাকা বিভাগের অন্তর্গত জেলা মানিকগঞ্জ। জেলাটির আয়তন ১৩৮০ বর্গ কিলোমিটার এবং ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১০০০ জন। মানিকগঞ্জের উত্তর সীমান্তে টাঙ্গাইল জেলা। দক্ষিণ সীমান্তে যমুনা ও পদ্মা নদী এবং নদীর ওপারে ফরিদপুর ও পাবনা জেলা। উত্তর ও পূর্বে ঢাকা ও নারায়নগঞ্জ জেলা। সাতটি উপজেলা নিয়ে মানিকগঞ্জ জেলা গঠিত। এগুলো হল মানিকগঞ্জ সদর, ঘিওর, দৌলতপুর, শিবালয়, সাটুরিয়া, সিঙ্গাইর ও হরিরামপুর। পিচঢালা রস্তার পাশে সারি সারি গাছ আর দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ সত্যিই এ জেলায় আগত অথিথিকে অন্যরকম এক অনুভূতি এনে দেয়। এ যেন এক প্রাকৃতিক সংবর্ধনা।
ইতিহাস ঐতিহ্য
নদী অববাহিকায় অবস্থিত মানিকগঞ্জ জেলার ভূমি পলিমাটি দ্বারা গঠিত। ১৮৪৫ সালে মহকুমা সৃষ্টির আগে কোন প্রমান বা নথিপত্রে মানিকগঞ্জ নামটি পাওয়া যায় না। জনশ্রুতি রয়েছে আঠার শতকের প্রথম দিকে মানিক শাহ নামের একজন সুফী দরবেশ সিংরাই এলাকায় আস্তানা গেরেছিলেন। তিনি মূলত এ অঞ্চলে এসেছিলেন ইসলাম ধর্ম প্রচারের জন্য। পরবর্তীতে তাঁর নামানুসারেই মানিকগঞ্জ নামকরন করা হয় এ অঞ্চলের।
১৮৪৫ সালে মানিকগঞ্জ মহকুমা সৃষ্টি হয়। প্রথমে মানিকগঞ্জ ফরিদপুর জেলার আওতায় ছিল। কিন্তু মাঝখান দিয়ে খড়স্রোতা পদ্মা নদী বয়ে যাওয়ায় মানিকগঞ্জ মহকুমা নিয়ে নানারকম প্রশাসনিক জটিলতা সৃষ্টি হতে থাকে। অবশেষে এসব প্রশাসনিক জটিলতা থেকে মুক্তির জন্য মানিকগঞ্জকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করা হয়। ১৯৮৪ সালে মানিকগঞ্জ একটি প্রৃথক জেলা হিসাবে আত্মপ্রকাশ করে।
দর্শনীয় স্থান
দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ আর সারি সারি গাছ সিয়ে ঘেরা মনমুগ্ধকর জেলা মানিকগঞ্জ। এ জেলার দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম হল নাহার গার্ডেন এন্ড পিকনিক স্পট, তেওতা জমিদার বাড়ি, বালিয়াটি জমিদার বাড়ি, এবং বেতিলা জমিদার বাড়ি। ধনেশ্বরী নদীর রুপালি বেলাভুমিতে সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখতে দেখতে হারিয়ে যেতে পারেন কোন এক স্বপ্নের জগতে।
শীতকালে মানিকগঞ্জের অন্যতম একটি দর্শনীয় স্থান হল ঝিটকার সরিষা ক্ষেত। দিগন্ত বিস্তৃত হলুদ ফুলের ঢেউ যেন দূরে কোথাও গিয়ে মিশেছে নীল আকাশের সাথে। এ যেন এক জান্নাতি সৌন্দর্য।
যাতায়াত
ঢাকা থেকে মানিকগঞ্জে যাওয়ার কোন ট্রেন নেই। তবে দিনের যেকোন সময় ঢাকার খিলগাও, গুলিস্থান কিংবা গাবতলী থেকে মানিকগঞ্জগামী বাস পাওয়া যায়।
মানিকগঞ্জ স্থানীয় খবরের কাগজ পরতে এখানে ক্লিক করুন।
For any suggestions or comment, please contact us. Thanks |