Natore District |
বাংলা সংবাদপত্র | নাটোর সংবাদপত্র | নাটোর সরকারী তথ্য বাতায়ন | বাংলা ওয়াজ শুনুন | ফ্রিল্যান্স জবস |
|
নাটোর জেলা রাজশাহী ভিভাগের অন্তর্গত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জেলা। জেলাটিকে চারদিক থেকে ঘিরে রয়েছে নওগাঁ, বগুরা, পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ ও রাজশাহী জেলা। ৭ টি উপজেলা নাটোর সদর, বাগাতিপাড়া, বড়াইগ্রাম, ওস্তাদপুর, লালপুর, সিংড়া এবং নলডাঙ্গা নিয়ে গঠিত জেলাটি। নাটোরের আয়তন ১৯০৫ বর্গ কিলোমিটার। ভৌগলিকভাবে নাটোর দুর্যোগপ্রবন এলাকা নয়। তবে সিংড়া এবং লালপুর উপজেলায় মাঝে মাঝে পদ্মা এবং আত্রাই নদীর কারনে বন্যা হতে দেখা যায়। পদ্মা, আত্রাই বারাল, নারাদসহ পেয়ায় ১২ টির বেশি নদী প্রবাহিত হয়েছে নাটোর জেলার উপর দিয়ে। বাংলাদেশের এক গৌরবময় জেলার নাম নাটোর। রাজশাহী নামটিও যখন ছিল অজ্ঞাত তখন থেকেই নাটোর ছিল এক আলোকজ্জ্বল নগরী। পরবর্তীতে রাজশাহী জেলারও সদর দপ্তর ছিল নাটোরে। তবে নারদ নদের নব্যতা সংকটের কারনে সদর দপ্তর পদ্মা নদীর তীরবর্তী স্থানে স্থানান্তর করা হয়। কলকাতার সাথে ১৮৮৬ সালে নাটোরের সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হয়। পাঠান- মোঘল-ইংরেজ এমনকি পাকিস্তানি দুঃশাসনের সময়ও নাটোরের জনগন ছিল আত্ম-অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সদা তৎপর। বায়ান্নোর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গনুভ্যুথ্যান, একাত্তরের মুক্তিযুদ্ধ সব সময়ই নাটোর ছিল
প্রশংসনীয় অবস্থানে। ১৯৮৪ সালে জেলা হিসাবে প্রতিশঠিত হওয়ার পর নাটোর আবার তার পুরানো জৌলুশ ফিরে পায়। বাংলাদেশের অন্যতম একটি স্বয়ংসম্পূর্ন জেলার নাম নাটোর। নাটরের কাচাগোল্লা নামক মিষ্টি সারাদেশের জনগনের কাছে বেশ জনপ্রিয় একটি খাবারের নাম। নাটরের সাথে ঢাকাসহ সারাদেশের সড়ক যোগাযোগ রয়েছে। আর উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল এবং ঢাকার সাথে রেলপথে যোগাযোগের ব্যবস্থা রয়েছে। আকাশপথে যাতায়াতের কোন ব্যবস্থা নেই। নাটোর স্থানীয় খবরের কাগজ পরতে এখানে ক্লিক করুন। For any suggestions or comment, please contact us. Thanks |