| Bangla Radio Onlineবাংলাদেশের মানুষের বাংলা  রেডিও শোনার আগ্রহ বহু পুরানো। রেডিওতে খবর শোনা, গান শোনা, নাটক শোনা গ্রাম  বাংলার একটি শখের মধ্যে অন্যতম। মাঝে রেডিও  প্রতি মানুষের আগ্রহের কিছুটা ভাটা পরলেও রেডিও আবার ফিরে আসছে। এখন মানুষ  অনলাইনে, মোবাইল অ্যাপের মাধ্যমেও রেডিও শুনছেন, অনুরোধ করছেন হারিয়ে যাওয়া  গানগুলো বাজানো। অনুরোধের আসর গানের অনুষ্ঠানটি বাংলাদেশের রেডিওর ইতিহাসের অন্যতম  জনপ্রিয় একটি অনুষ্ঠান। আজ আবার অনেকটা আধুনিক ভাবে বাংলা রেডিও গুলো ফিরে আসছে  প্রচারিত হচ্ছে সংবাদ, আবহাওয়ার খবর, সমসামিক বিষয়সহ বিভিন্ন কিছু। আমাদের  চ্যানেলে আমরা কিছু রেডিওর লিঙ্ক দিয়েছি আপনাদের সুবিধার জন্য।  |