SolidBangla Home Page

Bogura District

বাংলা সংবাদপত্র বগুড়া সংবাদপত্র বগুড়া সরকারী তথ্য বাতায়ন বাংলা ওয়াজ শুনুন ফ্রিল্যান্স জবস
Rajshahi Division
Rajshahi
Sirajganj
Bogura
Pabna
Natore
Joypurhat
Chapainawabganj
Naogaon
Other Divisions
Rangpur Division
Dhaka Division
Khulna Division
Chittagong Division
Barishal Division
Mymensingh Division
Bangladeshi Links
Bangladeshi Garments
Bogura News
Bangla Natoks
Bangla Radio Channels
Bangadeshi Gift Shops
Jobs in Bangladesh
Visit Bangladesh
Bangla Magazines
Banks in Bangladesh
BanglaWaz
Call Bangladesh

বগুড়া জেলা

বাংলাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী জেলা বগুড়া। জেলাটি রাজশাহী বিভাগের অন্তর্গত। বগুড়ার মহাস্থানগড়ের ধ্বংসাবশেষ প্রমান করে যে বহু প্রাচীনকাল থেকেই এ অঞ্চলে মানব সভ্যতা গড়ে উঠেছিল। বগুড়া জেলার আয়তন ২৮৯৮ বর্গ কিলোমিটার এবং ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব প্রায় ১২০০ জন। বগুড়া জেলার উত্তরে গাইবান্ধা ও জয়পুরহাট জেলা, দক্ষিণে সিরাজগঞ্জ ও নাটোর জেলা, পূর্বে জামালপুর জেলা ও যমুনা নদী এবং পশ্চিমে নওগা জেলা।বারটি উপজেলা নিয়ে বগুড়া জেলা গঠিত। এগুলো হল-বগুড়া সদর, সোনাতলা, আদমদিঘি, ধুনট, দুপচাচিয়া, গাবতলী, কাহালু, নন্দীগ্রাম, সারিয়াকান্দি, শেরপুর, শিবগঞ্জ এবং শাহাজাদপুর। জেলার অর্থনীতি কৃষিনির্ভর হলেও বহূ পূর্ব থেকেই এখানে অনেক মঝারি ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

ইতিহাস ঐতিহ্য

বগুড়া একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জনপদ। শত শত বছর আগে থেকেই এ এলাকায় মানব সভ্যতা গড়ে উঠেছিল। প্রাচীন পুন্ড্র নগরের রাজধানী পুন্ড্রবর্ধনের ধ্বংসাবশেষই বর্তমান মহাস্থানগড়। ইতিহাস বিশ্লেষন করে জানা যায় খ্রিষ্টপূর্ব ৪শ শতাব্দীর পূর্বে এ অঞ্চলে মৌর্য সম্রাজ্যের শাসনাধীনে ছিল। পরবর্তীতে গুপ্ত সম্রাজ্যের রাজারাও এ অঞ্চল শাসন করে। তের শতকের দিকে এ অঞ্চলে মুসলিম মনিষীদের আগমনের প্রভাবে ইসলাম ধর্ম প্রচার বেড়ে যায় এবং এক সময় মুসলিম শাসকদের শাসন প্রতিষ্ঠিত হয়। বগুড়া বাংলাদেশের অন্যতম একটি পুরানো জেলা। এক সময় জয়পুরহাট, গাইবান্ধা সহ আশেপাশের বেশ কয়েকটি জেলা বগুড়া জেলার মহকুমা ছিল। বগুড়া জেলার নামের বানান ইংরেজীতে Bogra লেখা হত। কিন্তু বাংলা উচ্চারনের সাথে সামঞ্জস্যপূর্ন না হওয়ায় সম্প্রতি এ নাম পরিবর্তন করে Bogura করা হয়।

দর্শনীয় স্থান

বাংলাদেশের অন্যতম প্রাচীন এ জেলাটিতে বেশ কিছু দর্শনীয় এবং প্রত্নতাওিক নিদর্শন রয়েছে। ইতিহাসপ্রেমীদের কাছে বগুড়া জেলার প্রথম পছন্দের স্থান হল পুন্ড্রনগরের ধ্বংসাবশেষ যা বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত। এখানে প্রায় চার হাজার বছরের পুরানো স্থাপনার ধ্বংসাবশেষ পাওয়া যায়। আসলে বগুড়া জেলাটি প্রত্নতাত্বিক নিদর্শন দ্বারা এক প্রকার সমৃদ্ধ বলা যায়। জেলার অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে জেলা সদরে অবস্থিত গোকুল মেথ, শিবগঞ্জ উপজেলায় অবস্থিত বিহার ধাপ, পরশুরামের প্রাসাদ এবং মানকালীর কুন্ড। এছাড়াও সান্তাহারে অবস্থিত রানী ভাবানীর বাপের বাড়ি, কাহালু উপজেলায় অবস্থিত যোগীর ভবন ইত্যাদি। বগুড়াই দই এবং মিস্টি সারাদেশ বিখ্যাত। সিক্রেট রেসিপিতে তৈরি এবং ইউনিক স্বাদের এ দইটি বাংলাদেশের অন্য কোন জেলায় পাওয়া যায় না।

যাতায়াত

ঢাকা থেকে সড়ক ও রেলপথে বগুড়া যাওয়া যায়। কমলাপুর থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস এবং লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেসে বগুড়া যাওয়া যায়। এছাড়া উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রায় সবগুলো জেলার সাথেই রেলপথে যোগাযোগ রয়েছে। আর সড়কপথে যেতে চাইলে ঢাকার গাবতলী, মহাখালী, শ্যাবলী আব্দুল্লাহপুর প্রভৃতি টার্মিনাল থেকে বগুড়াগামী এসি ও নন এসি বাস পাওয়া যায়।

বগুড়া স্থানীয় খবরের কাগজ পরতে এখানে ক্লিক করুন।

For any suggestions or comment, please contact us. Thanks