Feni District |
বাংলা সংবাদপত্র | ফেনী সংবাদপত্র | ফেনী সরকারী তথ্য বাতায়ন | বাংলা ওয়াজ শুনুন | ফ্রিল্যান্স জবস |
|
ফেনী জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি জেলা ফেনী। দেশের একমাত্র জেলা ফেনী যে জেলার নামে একটি নদীও রয়েছে। ফেনী জেলার আয়তন ৯২৮ বর্গ কিলোমিটার এবং ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১৬০০ জন। ফেনীর উত্তরে কুমিল্লা জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে চট্টগ্রাম ও বঙ্গোপসাগর, পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে নোয়াখালী। ছয়টি উপজেলা নিয়ে ফেনী জেলা গঠিত। এগুলো হল ফেনী সদর, সোনাগাছী, ফুলগাজী, পরশুরাম, দাগনভুইয়া এবং ছাগলনাইয়া। বেশ কয়েকটি নদী প্রবাহিত হয়েছে ফেনী জেলার উপর দিয়ে। এদের মধ্যে অন্যতম হল ফেনী নদী, মুহরী নদী, ছোট ফেনী নদী কালিদাস পাহালিয়া নদী প্রভৃতি। ইতিহাস ঐতিহ্য দূর প্রাচীনকালে এ অঞ্চল সমুদের তলদেশে ছিল বলে ধারনা করা হয়। তবে ফেনী জেলার কিছু কিছু অংশ পাহাড়িয়ার পাদদেশে ছিল। এ অঞ্চলে কিছু পাথরের হাতিয়ারের নমুনা পাওয়া গেছে যা দেখে বিশেষজ্ঞরা অনুমান করেছেন। তাই প্রায় ৫ হাজার বছর আগেও এ অঞ্চলে মানুষের বসবাস ছিল বলে ধারনা করা হয়। ফেনী জেলার পূর্বভাগে ছাগলনাইয়া উপজেলায় একটি প্রাচীন পাথরের মুর্তির ধ্বংসাবশেষ পাওয়া গেছে যা থেকে ধারনা করা হয় এ অঞ্চলে কোন এক সময় বৌদ্ধ সংকৃতির বিকাশ সাধিত হয়েছিল। দর্শনীয় স্থান ফেনী জেলায় বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। এগুলো মধ্যে অন্যতম হল শহরের জিরো পয়েন্টে অবস্থিত রাজঝির দিঘী। এটি প্রায় সাতশ বছর আগে খনন করা বলে ধারনা করা হয়। এছারাও প্রতাপপুর জমিদার বাড়ি, আব্দুস সালাম স্মৃতি যাদুঘর, শমসের গাজীর বাশেরকেল্লা রিসোর্ট প্রভৃতি। যাতায়াত ঢাকা থেকে চট্টগ্রামগামী যেকোন পরিবহনে কিংবা ট্রেনে ফেনী যাওয়া যায়। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব ১৬১ কিলোমিটার এবং চট্টগ্রাম নগরী থেকে ৯৭ কিলোমিটার। ফেনী স্থানীয় খবরের কাগজ পরতে এখানে ক্লিক করুন। For any suggestions or comment, please contact us. Thanks |