Comilla District |
বাংলা সংবাদপত্র | কুমিল্লা সংবাদপত্র | কুমিল্লা সরকারী তথ্য বাতায়ন | বাংলা ওয়াজ শুনুন | ফ্রিল্যান্স জবস |
|
কুমিল্লা জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি জেলা কুমিল্লা। প্রাচীন এবং ঐতিহ্যবাহী এ জেলাটি বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যের অন্যতম ধারক ও বাহক। মিষ্টি খাওয়ার প্রতি যাদের সামান্য ঝোক আছে তারা একটিবারের জন্য হলেও কুমিল্লার রসমালাই এর নাম শুনে থাকবেন। হ্যাঁ, কুমিল্লার রসমালাই এমনই বিখ্যাত। কুমিল্লা জেলার আয়তন ৩০৮৫ বর্গ কিলোমিটার এবং ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১৮০০ জন। কুমিল্লা বাংলাদেশের অন্যতম একটি জনবহুল নগরী। উচ্চশিক্ষার জন্য এখানে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের অন্যতম একটি ঐতিহ্যবাহী কলেজ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। কুমিল্লা জেলার দক্ষিণে ফেনী ও নোয়াখালী জেলা, উত্তরে ব্রাহ্মনবাড়িয়া জেলা, মেঘনা নদী তার ওপারে নারায়নঞ্জ জেলা, পশ্চিমে চাঁদপুর জেলা, মেঘনা নদী এবং ওপারে মুন্সিগঞ্জ জেলা আর পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য। ১৭ টি উপজেলা রয়েছে বৃহদাকৃতির এ জেলাটি। এগুলো হল কুমিল্লা সদর (আদর্শ উপজেলা), চান্দিনা, চৌদ্দগ্রাম, তিতাস, দাউদকান্ডি, দেবিদ্বার, নাঙ্গলকোট, বরুড়া, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, মনোহরগঞ্জ, মুরাদনগর, মেঘনা, লাকসাম, লালমাই, সদর দক্ষিণ এবং হোমনা। নদীবাহিত এ জেলাটির অন্যতম নদী হল মেঘনা, তিতাস, গোমতী ডাকাতিয়া, ছোট ফেনী প্রভৃতি। ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন জেলা কুমিল্লা। বৃটিশদের আগমনের পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্যের অধীনে ছিল এ অঞ্চল। বৃটিশ আমলে প্রথম দিকে যতগুলো জেলা গঠিত হয়েছিল কুমিল্লা তার মধ্যে অন্যতম। ১৯৮৪ সালে বৃহত্তর কুমিলার অধীনস্থ দুটি মহকুমা চাঁদপুর আর ব্রাহ্মনবাড়িয়াকে জেলা হিসাবে স্বীকৃতি দেয়া হয়। কুমিল্লা জেলায় বেশ কিছু প্রাচীন বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে যা থেকে প্রমানিত হয় এ অঞ্চলে বহু প্রাচীনকাল থেকেই মানুষের বসতি ছিল। এ অঞ্চলের ভূপ্রকৃতি পাহাড়ি এবং সমতলের সংমিশ্রন। অপেক্ষাকৃত কম উচ্চতার পাহাড়ি এলাকা লালমাই পাহাড়ি এলাকা নামে পরিচিত। দর্শনীয় স্থান ঐতিহাসিক নিদর্শন আর দর্শনীয় স্থানে পরিপূর্ন জেলা কুমিল্লা। ঐতিহাসিক নিদর্শনের তালিকায় প্রথম স্থানে রয়েছে শালবন বৌদ্ধ বিহার। বাংলাদেশের অন্যতম প্রাচীন এ নিদর্শনটি এক শাল বা গজারি বৃক্ষে পরিপূর্ন ছিল। এ কারনেই হয়ত এ অঞ্চলকে শালবন বিহার নামকরন করা হয়েছে। এছাড়া কুমিল্লা সদর থেকে ৯ কিলোমিটার দূরে অবস্থিত রুপবান মুড়া, জেলা সদরে অবস্থিত আনন্দ বিহার, শহরের প্রানকেন্দ্রে অবস্থিত ধর্মসাগর দিঘী, ময়নামতি যাদুঘর, ভাইনো পার্ক, রানী ময়নামতির প্রাসাদ, আকন্দ বিহার, ম্যাজিক প্যারাডাইস পার্ক এ জেলার অন্যতম দর্শনীয় স্থান। কুমিল্লায় আসলে কুমিল্লার রসমালাই খেতে কোনমতেই ভুল করবেন না। যাতায়াত ঢাকা থেকে সড়ক ও রেলপথে কুমিল্লা যাওয়া যায়। ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বেশ কিছু কোম্পানির এসি এবং নন এসি বাস কুমিল্লা যায়। পছন্দমত যেকোন বাসে কুমিল্লা যেতে পারেন। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রনগুলোতে কুমিল্লা যাওয়া যায়। কুমিল্লা স্থানীয় খবরের কাগজ পরতে এখানে ক্লিক করুন। For any suggestions or comment, please contact us. Thanks |