Chandpur District |
বাংলা সংবাদপত্র | চাঁদপুর সংবাদপত্র | চাঁদপুর সরকারী তথ্য বাতায়ন | বাংলা ওয়াজ শুনুন | ফ্রিল্যান্স জবস |
|
চাঁদপুর জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম্বিভাগের অন্তর্গত একটি জেলা চাঁদপুর। ইলিশের বাড়ি নামে পরিচিত চাঁদপুর জেলা পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া নদীর মোহনায় অবস্থিত। মেঘনা আর পদ্মার সুস্বাদু ইলিশ এ জেলাকে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করে দিয়েছে। চাঁদপুর জেলার আয়তন ১৭০৪ বর্গ কিলোমিটার এবং ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব প্রায় ১৪০০ জন। চাঁদপুর জেলার দক্ষিণে লক্ষীপুর এবং নোয়াখালী জেলা, পূর্বে কুমিল্লা জেলা, উত্তরে কুমিল্লা জেলা এবং মেঘনা নদী এবং পশ্চিমে মেঘনা নদী যার ওপারে শরীয়পুর এবং মুন্সিগঞ্জ জেলা। আটটি উপজেলা নিয়ে চাঁদপুর জেলা গঠিত। এগুলো হল- চাঁদপুর সদর, কচুয়া, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, শাহরাস্তি, হাইমচর এবং হাজীগঞ্জ। ইতিহাস ঐতিহ্য চাঁদপুরের প্রাচীনকালের ইতিহাস সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। তবে মোগল আমলে বার ভুইয়াদের বেশ দাপট ছিল এ এলাকায়। ধারনা করা হয় বার ভুইয়াদের অন্যতম নেতা চাঁদ রায়ের নামানুসারেই চাঁদপুর জেলার নামকরন করা হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় চাঁদপুর জ্রেলা ২ নং সেক্টরের অধীনে ছিল। বেশ কয়েকটি কমান্ডো আক্রমন পরিচালিত হয়েছিল এ এলাকায়। দর্শনীয় স্থান ইলিশের বাড়ি চাঁদপুর সবচেয়ে বেশি বিখ্যাত মেঘনার সুস্বাদু ইলিশের জন্য। এ জেলায় পর্যটক কিংবা আগতদের প্রধান আকর্ষন হল লঞ্চঘাটের টাটকা ইলিশ। নদী থেকে ধরে আনা টাটকা ইলিশ পাওয়া যায় মেঘনার ঘাটে। তবে এখান থেকে ইলিশ কিনতে চাইলে অবশ্যই দামাদামি করে নেবেন। চাঁদপুর জেলার দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম একটি জায়গা হল তিন নদীর মোহনায় অবস্থিত বড় স্টেশন। বিশেষ করে এখানের সূর্যাস্তের দৃশ্য সত্যিই অসাধারন। সেই সাথে পেতে পারেন তাজা ইলিশ ভাজার স্বাদ। এছাড়া হাজীগঞ্জের ঐতিহাসিক বড় মসজিদ, ফরিদগঞ্জ উপজেলার রূপসা জমিদার বাড়ি এবং লোহাগড়া মঠ অন্যতম। যাতায়াত ঢাকা সদরঘাট থেকে ১ ঘন্টা পরপর চাদপুরের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়। চাঁদপুর যাওয়ার বেশ কিছু বিলাসবহুল লঞ্চও রয়েছে। আজ পর্যন্ত এ অঞ্চলের মানুষের যাতায়াতের মাধ্যম হিসাবে লঞ্চই সবচেয়ে বেশি পছন্দ। এছাড়া বাসে বা ট্রেনেও যাওয়া যায়। ট্রেনে গেলে ঢাকা থেকে লাকসাম পর্যন্ট ট্রেনে গিয়ে সেখান থেকে রিক্সা বা অটোরিক্সায় চাঁদপুর যাওয়া যায়। এছারা ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে থেকে প্রতিদিন সকাল থেকে রাত ৯ টা পর্যন্ত চাঁদপুরগামী বাস পাওয়া যায়। চাঁদপুর স্থানীয় খবরের কাগজ পরতে এখানে ক্লিক করুন। For any suggestions or comment, please contact us. Thanks |