Thakurgaon District |
বাংলা সংবাদপত্র | ঠাকুরগাঁও সংবাদপত্র | ঠাকুরগাঁও সরকারী তথ্য বাতায়ন | বাংলা ওয়াজ শুনুন | ফ্রিল্যান্স জবস |
|
ঠাকুরগা জেলা দেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের অন্তর্গত একটি জেলা ঠাকুরগাঁও। জেলাটি আয়তন ১৮০৮ বর্গ কিলোমিটার এবং ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৭৬০ জন। ঠাকুরগাঁও জেলার উত্তরে পঞ্চগড় জেলা, দক্ষিণ ও পূর্বে দিনাজপুর জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। পাঁচটি উপজেলা নিয়ে ঠাকুরগাঁও জেলাটি গঠিত। এগুলো হল- ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী, রানীশংকৈল এবং হরিপুর উপজেলা। ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন নগরী ঠাকুরগাঁও। ঠিক কখন এ অঞ্চলে জনবসতি গড়ে উঠেছিল তার সঠিক ধারনা পাওয়া যায় না। তবে এ অঞ্চলে বেশ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে যাদের বসবাস প্রায় হাজার বছরেরও আগে থেকে। অঞ্চলের ভূপ্রকৃতি এবং লোকসংকৃতি বিশ্লেষন করলে দেখা যায় প্রায় হাজারখানেক বছর আগেও এখানে মানুষের বসবাস ছিল। দর্শনীয় স্থান প্রাচীন ও ঐতিহ্যসমৃদ্ধ এ জেলাটিতে বেশ কিছু দর্শনীয় এবং ঐতিহাসিক স্থান রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হল হারিশমারি শিব মন্দির, জগদল জমিদার বাড়ি, জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ, কোলায়ন জীবন বৈচিত্র যাদুঘর, হরিপুর রাজবাড়ী, বালিয়াডাঙ্গী সূর্যপূরী আমগাছ, ফ্যানসিটি শিশু পার্ক, রাজা টংনাথের রাজবাড়ী ইত্যাদি। বালিয়া মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি স্থাপনা। যাতায়াত ঢাকা থেকে সড়ক ও রেলপথে ঠাকুরগাঁও যাওয়া যায়। কমলাপুর রেলস্টেশন থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেসে ঠাকুরগাঁও যাওয়া যায়। এছাড়া ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী বেশ কিছু বাস সার্ভিস রয়েছে। এগুলোর মধ্যে কর্নফুলী পরিবহন, নাবিল পরবহন, হানিফ এন্টারপ্রাইজ অন্যতম। ঠাকুরগাঁওয়ে বেশকিছু সরকারী ডাক বাংলো এবং রেস্ট হাউজ রয়েছে। কতৃপক্ষের অনুমতি নিয়ে এসব রেস্ট হাউজে রাত্রি যাপন করা যায়। অভ্যন্তরীন চলাচলের জন্য রয়েছে রিক্সা, ভ্যান এবং ব্যাটারিচালিত ইজিবাইক। এক উপজেলা থেকে অন্য উপজালায় যাওয়ার জন্য লোকাল বাস রয়েছে। ঠাকুরগাঁও স্থানীয় খবরের কাগজ পরতে এখানে ক্লিক করুন। For any suggestions or comment, please contact us. Thanks |