Nilphamari District |
বাংলা সংবাদপত্র | নীলফামারী সংবাদপত্র | নীলফামারী সরকারী তথ্য বাতায়ন | বাংলা ওয়াজ শুনুন | ফ্রিল্যান্স জবস |
|
নীলফামারী জেলা বাঙ্গালাদেশের উত্তর পশিমাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল নীলফামারী জেলা। জেলাটি রংপুর বিভাগের অন্তর্গত। নীলফামারী জেলার মানুষেরা বেশ সংস্কৃতিমনা। এখানকার মানুষের রক্তের সাথে মিশে আছে নানারকম লোকসংস্কৃতি। নীলফামারী জেলার আয়তন ১৬৪৩ বর্গ কিলোমিটার এবং ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব প্রায় ১২০০ জন। নীলফামারী জেলাটি দেশের অন্যান্য অঞ্চলের থেকে আসলেই একটু আলাদা। নীলের দেশ নামে পরিচিত এ জেলাটির ভূপ্রকৃতি একটু রুক্ষ। উত্তর সীমান্তটি বেশ বালুকাময় এবং খরাপ্রবন। নীলফামারী জেলার উত্তরে ভারতের জলপাইগুড়ি আর অন্য তিন দিকে রয়েছে লালমনিরহাট, রংপুর, দিনাজপুর এবং পঞ্চগড় জেলা। ছয়টি উপজেলা নিয়ে নীলফামারী জেলা গঠিত। এগুলো হল- নীলফামারী সদর, সৈয়দপুর, ডিমলা, ডোমার, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলা। ইতিহাস ঐতিহ্য বহূ পূর্ব থেকেই নীলফামারী একটি কৃষি নির্ভর জেলা হিসাবে পরিচিত। জেলার প্রায় ৯৫% মানুষ বিভিন্নভাবে কৃষির সাথে জড়িত। তবে নীলফামারী জেলাকে সবচেয়ে বেশি বিখ্যাত করেছে সৈয়দপুর অবস্থিত এর রেল কারখানা। এই রেলওয়ে ওয়ার্কশপে রেললাইন, রেলের চাকা এবং যাবতী অনেক যন্ত্রাংশ তৈরি করা হয় এবং রেলের কোচ ও ইঞ্জিন মেরামত করা হয়। বাংলাদেশের রেল যোগাযোগের ভূমিকার জন্য তাই সৈয়দপুরের নাম সবার আগে থাকে। এ কারনেই সৈয়দপুরের নামকরন করা হয়েছে রেলের শহর। রেলওয়ে কারখানা ছাড়াও বেশ কিছু ছোট বড় শিল্প কারখানা রয়েছে নীলফামারী জেলায়। দর্শনীয় স্থান নীলফামারী জেলায় বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে অন্যতম হল নীলসাগর। এটি কিন্তু কোন সাগর নয়। এটি একটি ঐতিহাসিক দিঘি। অষ্টম শতকে এ দিঘিটি খনন করা হয়েছে বলে ধারনা করা হয়। নীলপানির এ দিঘিটি সত্যিই অসাধারন। এছাড়া অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে তিস্তা ব্যারেজ, চিনি মসজিদ এবং সৈয়দপুর রেলওয়ে কারখানা। যাতায়াত ঢাকা থেকে নীলফামারীর দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। ঢাকা থেকে সড়ক, রেল ও আকাশপথে নীলফামারী জেলায় যাওয়া যায়। ঢাকা থেকে নীলনগর এক্সপ্রেস প্রতি দিন নীলফামারীর উদ্দেশ্যে ছেড়ে যায়। তাছাড়া ঢাকা থেকে অভ্যন্তরীন এয়ারলাইন্স এ সৈয়দপুর গিয়েও নীলফামারীতে যাওয়া যায়। ঢাকার গাবতলী এবং মহাখালি টার্মিনালে নীলিফামারীগামী এসি এবং নন এসি বাস পাওয়া যায়। নীলফামারীর স্থানীয় খবরের কাগজ পরতে এখানে ক্লিক করুন। For any suggestions or comment, please contact us. Thanks |