সংবাদ প্রচার ছাড়াও বাংলা নাটক, টকশো, ট্রাভেল শো সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে প্রচার করা হয়। করা হয় ছোটদের জন্য বিশেষ অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান সহ খেয়াধুলা ও তার খবর। প্রতিটি টেলিভিশন চ্যানেলই বিজ্ঞাপনের মাধ্যমে তাদের মুনাফা করত থাকে। তবে সম্প্রতি ইউটিউবের জাগরনে প্রায় সকল টেলিভিশন চ্যানেলই ইউটিউবে চ্যানেল খুলে সেখান থেকে দর্শক কুড়াচ্ছে আবার টাকা ইনকামও করছে। যদিও আমাদের ওয়েব সাইটে কোন বাংলাদেশি টিভি চ্যানেল দেখার সরাসরি লিংক নেই তবুও তাদের নিজেদের ওয়েব সাইটদের মাধ্যমে বিভিন্ন টিভি চ্যানেলের সময়সূচি, যোগাযোগের মাধ্যমসহ অনেক তথ্য যেনে নিতে পারবেন।আরও কিছু টিভি চ্যানেল যেমন নিজউ২৪, চ্যানেল২৪, আরটিভি,এশিয়ান টিভি, এসএ টিভি, মাই টিভি অনেক মানুষের মাঝে জনপ্রিয়। |