SolidBangla Home Page

Dinajpur District

বাংলা সংবাদপত্র দিনাজপুর সংবাদপত্র দিনাজপুর সরকারী তথ্য বাতায়ন বাংলা ওয়াজ শুনুন ফ্রিল্যান্স জবস
Rangpur Division
Rangpur
Thakurgaon
Dinajpur
Panchagarh
Nilphamari
Lalmonirhat
Kurigram
Gaibandha
Other Divisions
Dhaka Division
Khulna Division
Chittagong Division
Barishal Division
Mymensingh Division
Rajshahi Division
Bangladeshi Links
Bangladeshi Garments
Dinajpur News
Bangla Natoks
Bangla Radio Channels
Bangla Televisions
Bangadeshi Gift Shops
Jobs in Bangladesh
Visit Bangladesh
Bangla Magazines
Banks in Bangladesh
Bangladesh Politics
BanglaWaz
Call Bangladesh

দিনাজপুর জেলা

বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি বৃহদাকৃতির জেলা দিনাজপুর। এটি রংপুর বিভাগের অন্তর্গত। রংপুর বিভাগ হওয়ার আগে রাজশাহী বিভাগের অন্তর্গত ছিল। বাংলাদেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলার মধ্যে দিনাজপুর সবচেয়ে বড়। এ অঞ্চলের ভূমি জুরাসিক যুগে সৃষ্ট এবং ভৌগলিকভাবে ভারতীয় প্লেটের সাথে সংযুক্ত। শীতকালে বিভিন্ন সময় বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। দিনাজপুর জেলার আয়তন ৩৪৪৪ বর্গ কিলোমিটার এবং ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৯০০ জন। ১৪ টি উপজেলা নিয়ে গঠিত বৃহদাকৃতির এ জেলাটি। এগুলো হল-দিনাজপুর সদর, বিরানপুর, খানসামা, বীরগঞ্জ, বোচাগঞ্জ, ফুলবাড়ী, চিরিরবন্দর, ঘোড়াঘাট, হাকিমপুর, কাহারোল, নবাবগঞ্জ, পার্বতীপুর এবং বিরল। জেলার উল্লেখযোগ্য দুটি উচ্চশিক্ষাকেন্দ্র হল দিনাজপুর মেডিকেল কলেজ এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রক্সুক্তি বিশ্ববিদ্যালয়।

ইতিহাস ঐতিহ্য

দিনাজপুরের ইতিহাস নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ব্যপক মতপার্থক্য রয়েছে। তবে এ অঞ্চলের লোকবসতি যে হাজার বছরের পুরানো তা এখানের লোকসংস্কৃতি এবং ভূপ্রকৃতি থেকেই বোঝা যায়। প্রাচীনকালে আশেপাশের জেলার মত এ অঞ্চলও পুন্ড্রনগরের আওতাধীন ছিল বলে ধারনা করা হয়। সম্ভবত তের-চৌদ্দ শতকের দিকে এ অঞ্চল মুসলিম শাসকদের অধীনে আসে। ১৭৬৫ সালে দেওয়ানী গ্রহনের মাধ্যম এ অঞ্চল বৃটিশদের হস্তগত হয় এবং তখন একজন ইংরেজ কালেক্টরকে এ অঞ্চলের দায়িত্ব দেয়া হয়। ঐ সময় এ এলাকায় ব্যপকভাবে অরাজকতা ছড়িয়ে পরেছিল। ১৭৮৬ সালে প্রতিশ্তহিত এ জেলাটি এক সময় ছিল অবিভক্ত বাংলার সবচেয়ে বড় জেলা। এবং দিনাজপুর পৌরসভাও ছিল দেশের প্রথম গঠিত পৌরসভাগুলোর মধ্যে একটি। ঐতিহাসিকদের মতে জনৈক দিনাজ বা দিনরাজ এ অঞ্চলের রাজপরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন যার নামানুসারেই দিনাজপুর জেলার নামকরন করা হয়।

দর্শনীয় স্থান

দিনাজপুর অত্যন্ত নয়নাভিরাম একটি জেলা। বেশ কিছু দর্শনীয় এবং ঐতিহাসিক স্থান রয়েছে জেলাটিতে। দিনাজপুর জেলার দর্শনীয় এবং ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে প্রথমেই যে স্থানটি সবার দৃষ্টি কাড়ে সেটি হল রামসাগর। পলাশী যুদ্ধের কিছুদিন আগে রাজা রামনাথ আশেপাশের গ্রামগুলোর পানির চাহিদা মেটানোর জন্য এ দিঘীটি নির্মান করেন। বিশেষ করে পূর্নিমার রাতে এখানের সৌন্দর্য যেন আলোর মত বিচ্ছুরিত হয়। এছাড়াও অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে নবাবগঞ্জ উপজেলায় প্রায় ৪০০ একর জমির উপর নির্মিত স্বপ্নপুরী পিকনিক স্পট, কান্তজির মন্দির, দিনাজপুর রাজবাড়ী এবং হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

যাতায়াত

ঢাকা থেকে সড়ক ও রেলপথে দিনাজপুর যাওয়া যায়। ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে দ্রুতযান এক্সপ্রেস, একতা এক্সপ্রেস এবং পঞ্চগড় এক্সপ্রেসে দিনাজপুর যাওয়া যায়। আর দিনাজপুরগামী বাসগুলো সাধারণত কল্যানপুর এবং গাবতলী থেকে ছেড়ে যায়। দিনাজপুরের মানুষ খুবই অতিথিপরায়ন।

দিনাজপুরের স্থানীয় খবরের কাগজ পরতে এখানে ক্লিক করুন।

For any suggestions or comment, please contact us. Thanks