SolidBangla Home Page

Jessore District

বাংলা সংবাদপত্র যশোর সংবাদপত্র যশোর সরকারী তথ্য বাতায়ন বাংলা ওয়াজ শুনুন ফ্রিল্যান্স জবস
Khulna Division
Khulna
Jessore
Satkhira
Meherpur
Narail
Chuadanga
Kushtia
Magura
Bagerhat
Jhenaidah
Other Divisions
Rangpur Division
Dhaka Division
Khulna Division
Chittagong Division
Barishal Division
Mymensingh Division
Rajshahi Division
Bangladeshi Links
Bangladeshi Garments
Jessore News
Bangla Natoks
Bangla Radio Channels
Bangadeshi Gift Shops
Jobs in Bangladesh
Visit Bangladesh
Bangla Magazines
Banks in Bangladesh
BanglaWaz
Call Bangladesh

যশোর জেলা

বাংলাদেশের প্রথম ঘোষিত জেলার নাম যশোর। অতীতে খুলনা জেলাও যশোরের অধিভুক্ত একটি মহকুমা ছিল। বৃহৎ এ জেলাটির অবস্থান বাংলাদেশের দক্ষিন পশ্চিমাঞ্চলে। জেলাটি বর্তমানে খুলনা বিভাগের অন্তর্গত। ৮ টি উপজেলা যশোর সদর, শার্শা, মনিরামপুর, কেশবপুর, ঝিকরগাছা,  চৌগাছা, বাঘারপাড়া এবং অভয়নগর উপজেলা নিয়ে গঠিত বৃহদাকৃতির এ জেলাটি। বাংলাদেশের সাথে ভারতের পণ্য আদান-প্রদানের সবচেয়ে বড়  মাধোম বেনাপোল স্থলবন্দরের অবস্থান যশোর জেলায়। সমুদ্রপৃষ্ঠ থেকে সাত মিটার উচ্চতায় অবস্থিত জেলাটির আয়তন প্রায় ২৬০৭ বর্গ কিলোমিটার। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১১০০ জন। জনবহুল এ জেলাটির উপর দিয়ে বয়ে গেছে ভৈরব, কপোতাক্ষ, বেতলা, চিত্রা, হরিহর সহ আরও কয়েকটি নদী।

ইতিহাস ঐতিহ্য

দেশের অন্যতম প্রাচীন এ জেলাটি ইতিহাস ঐতিহ্যের দিক দিয়ে ব্যপকপভাবে সমৃদ্ধ। দ্বিতীয় শতকের টলেমির মানচিত্রে এ অঞ্চলকে নদীবিধৌত একটি বিচ্ছিন্ন ব-দ্বীপের আকৃতিতে দেখা যায়। আনুমানিক ১৪৫০ সালের দিকে খান জাহান আলী সহ বেশ কয়েকজন আউলিয়া ইসলাম ধর্ম প্রচারের জন্য যশোর এলাকায় আসেন। ১৫৫০ সালের দিকে যশোরে রাজ্য প্রতিষ্ঠিত হয়। এ সময় খুলনা, কুষ্টিয়া এবং ফরিদপুরের কিছু অংশও যশোরের অন্তর্ভুক্ত ছিল। ১৭৮১ সালে যশোরকে জেলা হিসাবে ঘোষনা করা হয় যা বাংলাদেশের প্রথম জেলা। ১৮৬৪ সালে যশোর পৌরসভা গঠিত হয়।
যশোর জেলার নামকরনের অনেকগুলো ব্যখ্যা পাওয়া যায়। ড. মুহাম্মাদ মুহিবউল্লাহ সিদ্দিকী তার লিখিত ‘যশোরের ইতিহাস প্রসঙ্গ” বইতে যে মতামতটি তুলে ধরেছেন তা হল বাংলার দীর্ঘদিনের রাজধানী গৌঢের যশ হরন করে এ রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল বলেই এর নাম রাখা হয়েছিল ‘জাশর রাজ’ যা কালক্রমে যশহর থেকে যশোর নামে পরিনত হয়।

দর্শনীয় স্থান

যশোর জেলার দর্শনীয় স্থানের মধ্যে প্রথমেই যে স্থানের নাম আসে তা হল কেশবপুর উপজেলার সাগরদারি গ্রামে কপোতাক্ষ নদের তীরে অবস্থিত কবি মাইকেল মধুদুদন দত্তের বাড়ি। এছাড়াও ঝাপা বাওর, দমদম পীরের ডিবি, তুলা বীজ বর্ধন খামার, খরিষ্ণা বাওর, বেনাপোল স্থলবন্দর জেলার অন্যতম দর্শনীয় স্থান। যশোর জেলা ফুল চাষের জন্য বিখ্যাত। জেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা গোলাপ, গাঁদা আর রজনীগন্ধা ফুলের বাগানগুলো সত্যিই দেখার মত।  মনিহার সিনেমা হল যশোরের একটি বিখ্যাত সিনেমা হল যেখানে জেলার বাহির থেকেও অনেক সময় দর্শনার্থীরা দেখতে আসেন। জামতলার রসগোল্লা যশোরের একটি বিখ্যাত খাবার।

যাতায়াত ব্যবস্থা

যশোরে রয়েছে একটি অভ্যন্তরীন বিমানবন্দর যেখানে যাত্রীবাহী, সামরিক এবং প্রশিক্ষন বিমান ল্যান্ড করার ব্যবস্থা আছে। ঢাকা থেকে সরাসরি বিমানে যশোর যাওয়ার সুব্যবস্থা আছে। ঢাকার কমলাপুর স্টেশন থেকে থেকে প্রতিদিন দুটি ট্রেন যশোর হয়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও সড়কপথে ঢাকাসহ অন্যান্য শহরের সাথে যশোরের সরাসরি যোগাযোগ আছে। ঢাকা থেকে যশোরগামী বাসগুলো সাধারণত দৌলতদিয়া-পাটুরিয়া হয়ে ফরিদপুর এবং মাগুরা জেলার উপর দিয়ে যায়।

যশোর স্থানীয় খবরের কাগজ পরতে এখানে ক্লিক করুন।

For any suggestions or comment, please contact us. Thanks