Jessore District |
বাংলা সংবাদপত্র | যশোর সংবাদপত্র | যশোর সরকারী তথ্য বাতায়ন | বাংলা ওয়াজ শুনুন | ফ্রিল্যান্স জবস |
|
যশোর জেলা বাংলাদেশের প্রথম ঘোষিত জেলার নাম যশোর। অতীতে খুলনা জেলাও যশোরের অধিভুক্ত একটি মহকুমা ছিল। বৃহৎ এ জেলাটির অবস্থান বাংলাদেশের দক্ষিন পশ্চিমাঞ্চলে। জেলাটি বর্তমানে খুলনা বিভাগের অন্তর্গত। ৮ টি উপজেলা যশোর সদর, শার্শা, মনিরামপুর, কেশবপুর, ঝিকরগাছা, চৌগাছা, বাঘারপাড়া এবং অভয়নগর উপজেলা নিয়ে গঠিত বৃহদাকৃতির এ জেলাটি। বাংলাদেশের সাথে ভারতের পণ্য আদান-প্রদানের সবচেয়ে বড় মাধোম বেনাপোল স্থলবন্দরের অবস্থান যশোর জেলায়। সমুদ্রপৃষ্ঠ থেকে সাত মিটার উচ্চতায় অবস্থিত জেলাটির আয়তন প্রায় ২৬০৭ বর্গ কিলোমিটার। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১১০০ জন। জনবহুল এ জেলাটির উপর দিয়ে বয়ে গেছে ভৈরব, কপোতাক্ষ, বেতলা, চিত্রা, হরিহর সহ আরও কয়েকটি নদী। যশোরে রয়েছে একটি অভ্যন্তরীন বিমানবন্দর যেখানে যাত্রীবাহী, সামরিক এবং প্রশিক্ষন বিমান ল্যান্ড করার ব্যবস্থা আছে। ঢাকা থেকে সরাসরি বিমানে যশোর যাওয়ার সুব্যবস্থা আছে। ঢাকার কমলাপুর স্টেশন থেকে থেকে প্রতিদিন দুটি ট্রেন যশোর হয়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও সড়কপথে ঢাকাসহ অন্যান্য শহরের সাথে যশোরের সরাসরি যোগাযোগ আছে। ঢাকা থেকে যশোরগামী বাসগুলো সাধারণত দৌলতদিয়া-পাটুরিয়া হয়ে ফরিদপুর এবং মাগুরা জেলার উপর দিয়ে যায়। যশোর স্থানীয় খবরের কাগজ পরতে এখানে ক্লিক করুন। For any suggestions or comment, please contact us. Thanks |