Sunamganj District |
বাংলা সংবাদপত্র | সুনামগঞ্জ সংবাদপত্র | সুনামগঞ্জ সরকারী তথ্য বাতায়ন | বাংলা ওয়াজ শুনুন | ফ্রিল্যান্স জবস |
|
সুনামগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত সিলেট বিভাগের অন্তর্গত একটি জেলা সুনামগঞ্জ। পানির রাজ্য হিসাবে পরিচিত এ জেলাটিতে রয়েছে প্রচুর হাওর আর বাওর। সুনামগঞ্জ জেলার আয়তন ৩৭৪৭ বর্গ কিলোমিটার এবং ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৬৬০ জন। সুনামগঞ্জ জেলার পূর্বে সিলেট জেলা, দক্ষিণে হবগঞ্জ জেলা, পশ্চিমে নেত্রকোনা এবং কিশোরগঞ্জ জেলা। উত্তরে খাসিয়া এবং জৈন্তিয়া পাহাড়। মোট এগারটি উপজেলা রয়েছে সুনামগঞ্জ জেলায়। এগুলো হল সুনামগ্নজ সদর, ছাতক, বিশ্বস্তরপুর, দিরাই ধর্মপাশা, দোয়ারাবাজার, জগন্নাথপুর, জামালগঞ্জ, তাহিরপুর, শাল্লা এবং দক্ষিণ সুনামগঞ্জ। ইতিহাস ঐতিহ্য সুনামগঞ্জ বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন জনপদ। প্রাচীনকালে এ এলাকা কামরুপ কিংবা প্রগজোতিষপুর রাজ্যের অন্তর্ভুক্ত ছিল বলে ইতিহাস থেকে জানা যায়। ভারতীয় উপমহাদেশে মুসলিমদের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরও বহুদিন এ অঞ্চল বিভিন্ন হিন্দু রাজাদের অধীনে ছিল। মোগল সম্রাট আকবরের আমলে এ অঞ্চলে মুসলিমদের শাসনের প্রসার ঘটে। ১৮৭৭ সালে সুনামগঞ্জকে একটি মহকুমা করা হয় এবং স্বাধীনতার পর ১৯৮৪ সালে জেলায় রুপান্তরিত করা হয়। সুনামদি নামক এবং মোগল সিপাহির নামানুসারে সুনামগঞ্জ জেলার নামকরন করা হয়েছে বলে জানা যায়। দর্শনীয় স্থান সুনাওগঞ্জের দর্শনীয় স্থান বলতে রয়েছে বেশ কিছু হাওর। এগুলর মধ্যে অন্যতম হল টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী এবং নদীর পারের শিমুল বাগান, বারেক টিলা, লালঘাট ঝর্না ইত্যাদি। যাতায়াত প্রতিদিন ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে মামুন ও শ্যামলী পরিবহনের বাস এবং মহাখালী থেকে এনা পরিবহনের বাস সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। নন এসি বাসগুলোতে ভাড়া সাধারনত ৫০০ টাকা করে। প্রায় ছয় ঘন্টা সময় লাগে ঢাকা থেকে সুনামগঞ্জ পৌছতে। সুনামগঞ্জ স্থানীয় খবরের কাগজ পরতে এখানে ক্লিক করুন। For any suggestions or comment, please contact us. Thanks |