Mymensingh District |
বাংলা সংবাদপত্র | ময়মনসিংহ সংবাদপত্র | ময়মনসিংহ সরকারী তথ্য বাতায়ন | বাংলা ওয়াজ শুনুন | ফ্রিল্যান্স জবস |
|
ময়মনসিংহ জেলা দেশের মধ্যাঞ্চলে অবস্থিত ময়মনসিংহ জেলা একটি বিভাগীয় শহর। বিভাগ ঘোষনার আগে ময়মনসিংহ ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ছিল। ময়মনসিংহ জেলার আকার বারবার পরিবর্তিত হয়েছে। ১৯৭০ সালে ময়মনসিংহ থেকে টাঙ্গাইলকে আলাদা করে পৃথক টাঙ্গাইল জেলা ঘোষনা করা হয়। এছাড়া জামালপুর শেরপর সহ আশেপাশের অনেক এলাকাই এক সময় ময়মনসিংহ জেলার অধীনে ছিল। বৃটিশ আমলে অবিভক্ত ভারতের সবচেয়ে বড় জেলা ছিল ময়মনসিংহ। বৃহদাকৃতির এ জেলাটির উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে গাজীপুর জেলা, পূর্বে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা, পশ্চিমে জামালপুর, শেরপুর এবং টাঙ্গাইল জেলা। জেলাটির আয়তন ৪৩৬৪ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১২০০ জন। বিশাল এ জেলাটি ১৩ টি উপজেলার সমন্ময়ে গঠিত। উপজেলাগুলো হল ময়মনসিংহ সদর, ত্রিশাল, ঈশ্বরগঞ্জ, গফরগাঁও, গৌরিপুর, তারাকান্দা, ধোবাউড়া, নান্দাইল, ফুলপুর, ফুলবারিয়া, ভালুকা, হালুয়াঘাট এবং মুক্তাগাছা। ময়মনসিংহ জেলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অবস্থিত। বিশ্বমানের কৃষি এবং প্রাণীসম্পদ গবেষক তৈরির জন্য এ বিশ্ববিদ্যালয়টি সারা পৃথিবীতে পরিচিত। ময়মনসিংহ জেলার অন্যতম একটি নদী হল পুরাতন ব্রহ্মপুত্র নদ। এছাড়াও কাচামাটিয়া, মাঘা, সোয়াইন, বানার, পাগারিয়া সহ বিশটিরও বেশি নদী বয়ে গেছে জেলাটির উপর দিয়ে। ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের একটি অন্যতম পুরানো এবং ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহ। ১৭৮৭ সালের ১ মে এ জেলাটি প্রতিষ্ঠিত করা হয়। তৎকালীন সময়ে বৃটিশদের বিরুদ্ধে ক্রমবর্ধমান বিদ্রোহ দমনের উদ্দেশ্যেই মূলত জেলাটি গঠন করা হয়েছিল। ঐ সময় ঢাকা, রংপুর, সিলেট, পাবনার বেশ কিছু অংশ এবং জামালপুর, শেরপুর, টাঙ্গাইল অঞ্চলগুলো সবই ছিল ময়মনসিংহ জেলার অধীনে। মোঘল আমলে মোমেনশাহ নামে এক সাধক এ অঞ্চলে এসেছিলেন। তাঁর নামের সাথে মিলিয়েই প্রথমে এ অঞ্চলের নামকরন করা হয়েছিল মোমেনশাহী। ১৬ শতকের দিকে বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ তার পুত্র নাসিরের নামের সাথে মিলিয়ে এ অঞ্চলের নামকরন করেন নারিরাবাদ। একবার একটি কোম্পানি বিশ টিন কেরোসিন অর্ডার করেছিল যা নাসিরাবাদে প্রেরণ করার কথা ছিল। কিন্তু ভুল করে তা রাজপুতনগরের নাসিরাবাদে চলে যায়। এরপরই বিজ্ঞজনেরা রেলস্টেশনের নাম পরিবর্তন করার প্রয়োজন অনুভব করেন এবং পরিবর্তন করে রেলস্টেশনের নাম রাখা হয় ময়মনসিংহ। এভাবেই জেলাটি ধীরে ধীরে ময়মনসিংহ নামে পরিচিতি পায়। ময়মনসিংহ গীতিকা, মাহুয়া, মালুয়া সহ বেশ কিছু গীতিকা এ অঞ্চলের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে। দর্শনীয় স্থান ময়মনসিংহ জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত ১২৫০ একর সমতল ভূমিতে গড়ে তোলা এ বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। নান্দনিক এ বিশ্ববিদ্যালয়ের ভেতরে রয়েছে শত শত জাতের বিভিন্ন উদ্ভিদ। তুখোর মেখাবী শিক্ষার্থী আর শিক্ষকদের পদচারনায় মুখর এ বিশ্ববিদ্যালয়টি সত্যিই অসাধারন। জেলার অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে শশী লজ, মেঘমাটি ভিলেজ রিসোর্ট, ময়না দ্বীপ, মুক্তাগাছা রাজবাড়ি, পুয়াতন ব্রহ্মপুত্র নদ, বোটানিক্যাল গার্ডেন, জয়নুল আবেদিনের যাদুঘর প্রভৃতি।ময়মনসিংহ জেলার বিখ্যাত খাবার মন্ডা এবং দই। যাতায়াত কমলাপুর রেলস্টেশন থেকে প্রতিদিন একাধিক ট্রন সরাসরি ময়মনসিংহ জেলার উদ্দেশ্যে ছেড়ে যায়। আর সড়কপথে যেতে চাইলে ঢাকার মহাখালী এবং সায়েদাবাদ কিংবা যাত্রাবাড়ী বাস টার্মিনাল থেকে প্রায় প্রতি ঘন্টায়ই ময়মনসিংহগামী এসি ও নন এসি বাস পাওয়া যায়। ঢাকা থেকে জেলাটির দূরত্ব প্রায় ১২০ কিলোমীতার। পথে বড় কোন যানজট না থাকলে তিন ঘন্টার মধ্যেই ময়মনসিংহ পৌছানো যায়। ময়মনসিংহ স্থানীয় খবরের কাগজ পরতে এখানে ক্লিক করুন। For any suggestions or comment, please contact us. Thanks |