With expansion of faster internet and mobile broadband across the globe, now a lot of people registering with freelance websites, getting jobs and earning a good living. Websites like freelancer and upwork, there are thousands of jobs are now available online. PeoplePerHour is another example of a successful freelance website. They have plenty of clients and freelance community based in UK. No matter that you are a freelance job seeker or advertiser, you can find solutions from work outsourcing websites listed above. Try it today.
বর্তমান বিশ্বে ফ্রিল্যান্স কাজের চাহিদা বেড়েছে অনেক পরিমানে। এর পিছনে রয়েছে অনেক কারন যার মধ্যে অন্যতম হচ্ছে কস্ট কমানো। অনলাইনে কোন বর্ডার সীমাবদ্ধতা ছাড়াই ব্যবসা প্রতিষ্ঠান পৃথিবীর যেকোন প্রান্ত থেকে লোক নিয়োগ দিয়ে কম খরচে কাজ করিয়ে নিতে পারছেন। আর এটা এক ধরণে সুযোগ তৈরি করেছে বাংলাদেশের অনেক প্রতিভাবান মানুষের জন্য। তারা অনলাইনে প্রফাইল খুলে ফ্রিল্যান্সার হয়ে কাজ করে বিদেশী মুদ্রা অর্জন করতে পারছেন। আপনি চাইলেও এখানে যে কোন সাইটে একজন ফ্রিল্যান্সার হিসেবে প্রফাইল খুলে কাজের চেষ্টা করতে পারেন। তবে কাজের কোয়ালিটির দিকে খেয়াল রাখতে হবে। অনেক ফ্রিল্যান্স ওয়েবসাইট আছে ইন্টারনেটে। এগুলো জব মার্কেটপ্লেসের মত। এখানে বিভিন্ন ধরনের কাজ নিয়মিত উঠানো হয়ে থাকে। ওয়েব ডিজাইন, গ্রাপিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি, আর্টিকেল রাইটিং, একাউন্টিং থেকে শুরু করে অনেক ধরনের কাজ পাওয়া যায় এবং বেশ ভাল পেমেন্ট থাকে। তাই হেলায় খেলায় সময় নষ্ট না করে ফ্রিল্যান্স ও বিভিন্ন ওয়ার্ক আউটসোরসিং ওয়েবসাইটে রেজিস্ট্রার হয়ে কাজ খুঁজুন। জীবন বদলে যাবে।
Solidbangla does not only provide links to freelance websites, it also has pages dedicated to Bangla Newspapers, English newspapers and much more. Check out our website today. |