Listening to Bangla News and reading Bangla Newspapers on the internet can become a part of your everyday life when you live abroad. In respose to this demand we have listed most of the Bangla news papers and Bangla paper on this Bangla news page for latest Bangladesh news.We are making a constant effort to keep all the links up to date so that people can read Bangla News and Bangla newspapers every day with minimal effort. |
Bangla News and Newspapers |
বাংলা খবরের কাগজের কদর অনেক পুরানো। শুধু বাংলাদেশে নয় পৃথিবীর যেখানেই বাংলা ভাষাভাষী লোক থাকে সেখানেই আছে বাংলা খবরের কাগজের কদর ও চাহিদা। আর এখন ইন্টারনেটের কারনে অনলাইনে বাংলা পেয়ার পড়া যাচ্ছে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে। ২৪ ঘণ্টাই দেওয়া হচ্ছে সর্বশেষ ও ব্রেকিং নিউজ। আছে হাজার হাজার ভক্ত যারা শেয়ার ও কমেন্ট করে জানিয়ে দিচ্ছেন তাদের উপস্থিতি। অনেক জনপ্রিয় সংবাদপত্র রয়েছে বাংলাদেশে। যার মধ্যে প্রথমআলো, যুগান্তর, নয়াদিগন্ত, মানবজমিন অন্যতম। নিছে আমরা এসকল সংবাদ পত্রের একটি তালিকা দিয়েছি যেখান থেক ইন্টারনেটে আপনি পরে নিতে পারেন আপনার প্রিয় বাংলা খবরের কাগজটি। |
|
প্রথমআলোঃ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাংলা সংবাদপত্র। ১৯৯৮ সালে শুরু প্রথম বাজারে আসার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রতিদিন ৭৬ লক্ষ পাঠকের মাঝে ছড়িয়ে যায় এই খবরের কাগজটি। ইন্টারনেটেও রয়েছে খুব জনপ্রিয়তা। সম্প্রতি অনলাইনে ইংরেজিতেও প্রকাশ হচ্ছে প্রথম আলো। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। নয়াদিগন্তঃ নয়াদিগন্ত বাংলাদশের আরেকটি জনপ্রিয় সংবাদপত্র যেটার প্রথম সার্কুলেশন শুরু হয় ২০০৪ শালে। ডানপন্থী সংবাদপত্র হিসেবে নয়াদিগন্তের পরিচিতি রইয়েছে। নয়াদিগন্তের মালিক হচ্ছে দিগন্ত মিডিয়াকর্পোরেশন।তাদের স্মপাদকের নাম আলমগির মহিউদ্দিন। যুগান্তরঃ যুগান্তর বাংলাদেশের আরেকটি জনপ্রিয় সংবাদপত্র। জনপ্রিয়তার দিক থেকে দৈনিক যুগান্তর বাংলাদেশের দ্বিতীয় জনপ্রিয় সংবাদপত্র। যুগান্তর প্রথম সার্কুলেশনে আছে ১৯৯৯ সালে। এটি যমুনা মিডিয়া গ্রুপের একটি প্রকাশনা যুগান্তরের সম্পাদক সাইফুল আজম ও প্রকাশক সালমা ইসলাম। |
আমদেরসময়ঃ দৈনিক আমদেরসময় যাত্রা শুরু করেছিল ২০০৩ সালে সেখান থেকে আজ পর্যন্ত বেশ জনপ্রিয়তা অর্জন করেছে আমাদের সময়।বিশেষ করে তাদের অনলাইন ভার্সন বেশ জনপ্রিয়। নাইমুল ইসলাম খান এর প্রথম সম্পাদক হলেও মোহাম্মদ গোলাম সরোয়ার বর্তমানে সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দৈনিক আমাদেরসময়ের মালিক হচ্ছে নিউ ভিশন মিডিয়া। কালেরকন্ঠঃ কালেরকন্ঠ বাংলাদেশে বেশ পরিচিত একটি খবরের কাগজ। হার্ড কপি ছাড়াও ইন্টারনেটের মাধ্যমে অনেক মানুষ কালেরকন্ঠ খবরের কাগজটি পড়ে থাকে। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালনায় এটা চলে থাকলেও কালেরকন্ঠ মূলত বাংলাদেশের স্বনামধন্য ব্যাবসায়ী গ্রুপ বসুন্ধরা গ্রুপেরই একটি অংশ। দৈনিক ইত্তেফাকঃ দৈনিক ইত্তেফাক বাংলাদেশের একটি বহুল প্রচলিত সংবাদপত্র।১৯৫৩ সালে প্রতিষ্ঠিত খবরের কাগজটিই বাংলাদেশের সবচেয়ে পুরাতন দৈনিক হিসেবে পরিচিত। এক সময়ে ইত্তেফাকের প্রচুর কাটতি থাকলেও প্রতিযোগিতার কারনে কিছুটা ভাটা পরেছে এতে। তবে ইন্টারনেটের তাদের সরব অবস্থান জনপ্রিয়তা ধরে রাখতে সাহায্য করছে।সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু।ইত্তেফাক ঢাকার কারওয়ান বাজার থেকে প্রকাশিত হয়। |
দৈনিক সমকালঃ সমকাল বাংলাদেশের আরেকটি জনপ্রিয় খবরের কাগজ। বাংলা ভাষায় প্রকাশিত এই সংবাদপত্রটি প্রথম প্রকাশিত হয়েছিল ২০০৫ সালে। বর্তমানে প্রায় ২০,০০০০ কপি সমকাল প্রতিদিন বিক্রি হয়ে থাকে।হামিম গ্রুপের মিডিয়া উইং টাইমস মিডিয়ারই অংগ এই বহুল প্রচলিত সমকাল সংবাদপত্র।বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক মুজতাফিজ শাফি।সমকালের ইন্টারনেট ভার্সন ও তাদের ইপেপার ও বেশ জনপ্রিয়তার মুখ দেখেছে । দৈনিক ইনকিলাবঃ ডেইলি ইনকিলাব বাংলাদেশের আরেকটি অন্যতম পুরাতন বাংলা খবরের কাগজ। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত উদার ভাবাপন্ন এই খবরের কাগজটি এক সময়ে বেশ জনপ্রিয় থাকলেও বর্তমানে আগের তেমন যস খ্যাতি নেই। ইকিলাব পাব্লিকেশনের মালিকানায় প্রকাশিত দৈনিক ইনকিলাবের সম্পাদক হচ্ছেন এ এম এম বাহা উদ্দিন। ইন্টারনেট থেকেও পড়তে পারবেন আপানার প্রিয় এই খবরের কাগজটি। মানবকন্ঠঃ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানবকন্ঠ মোটামুটি একটি নতুন খবরের কাগজই বলা চলে। ২০১৮ সালে প্রকাশিত মানবকন্ঠ খবর পড়ুয়া মহলে মোটামুটি প্রতিচিত। আপনিও অনলাইনে এটি সহজেই পড়তে পারেন। সম্পাদক মাহমুদ আনোয়ার হোসেন। দৈনিক যায়যায়দিনঃ বাংলাদেশের অন্যতম পরিচিত সংবাদপত্রের মধ্যে যায়যায়দিন একটি। ১৯৯৯ সালে প্রথম প্রকাশিত যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানের দক্ষতায় বেশ জনপ্রিয়তা পায়। যায়যায়দিন প্রকাশনার মালিকানায় প্রকাশিত দৈনিক যায়যায়দিনের বর্তমান সম্পাদক কাজি রকুনজ্জামান আহমেদ।দৈনিক জনকন্ঠঃ বাংলাদেশে বহুল সমাদৃত বাংলা পেপারের মধ্যে জনকন্ঠ আরেকটি পরিচিত নাম। জনকন্ঠ শিল্প পরিবারের মালিকানায় ডেইলি জনকন্ঠ প্রথম প্রকাশিত হয় ১৯৯৩ সালে। বাংলা ভাষাভাষীর অনেক মানুষ পেপার কপি ছাড়াও অনলাইনে দৈনিক জনকন্ঠ পড়ে থাকেন। সম্পাদক মোহাম্মাদ আকিউল্লাহ খান। বাংলদেশ প্রতিদিনঃ ইস্ট ওয়েস্ট গ্রুপের মালিকানাধীন বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশের দৈনিক খবরের কাগজের জগতে নতুন চমক সৃষ্টি করেছে। ২০১০ প্রথম প্রকাশিত হবার পর ২০১৪ সালের মধ্যে দেশের সকল সংবাদপত্রকে হারিয়ে বাংলাদেশের সর্বোচ্চ প্রচলিত দৈনিক সংবাদপত্রে পরিনত হয়। ইন্টারনেটের মাধ্যমেও বাংলাদেশ প্রতিদিন পড়ছে হাজারো মানুষ।এই ব্রডশিট সংবাদত্রের সম্পাদক নয়ীম নিজাম। দৈনিক সংগ্রামঃ ১৯৭০ সালে প্রতিষ্ঠিত দৈনিক সংগ্রাম বাংলাদেশের অন্যতম পুরাতন একটি খবরের কাগজ যেটি বাংলাদেশের ইসলামপন্থিদের মুখপাত্র হিসেবেও পরিচিত। সম্প্রতি সময়ে দৈনিক সংগ্রামের প্রকাশনা সেন্টার বাংলাদেশ সকরাক বন্ধ করে দিয়েছে এবং বর্তমান সম্পাদকও কারাবন্দী আছে। দৈনিক সংগ্রামের ওয়েবসাইট এখনও সক্রিয় আছে। সম্পাদক আবুল আসাদ। দৈনিক আমারদেশঃ এটি আরেকটি বাংলা পেপার যেটা বেশ জনপ্রিয়তা অর্জন করলেও কিছু কারণে বাংলাদেশ সরকারের খড়গের মুখে বন্ধ হয়ে গেছে। আমারদেশ পড়তে চাইলে অনলাইনে পড়তে হবে। দৈনিক আমারদেশ প্রথম পাবলিশ হয়েছিল ২০০৪ সালে। সম্পাদক মাহমুদুর রহমান অনেকদিন জেলা খাটার পরে বর্তমানে মালয়েশিয়া অবস্থান করছেন বলে জানা গেছে। |
Solidbangla.com does not only provide links to Bangla News, Newspaper, or Bangladeshi Newspapers, we also have of direct links of Bangla Newspapers from UK and Bangladeshi English Newspapers. We have loads of information for Bangladeshi people looking for jobs in Bangladesh or UK. Other Bangladesh related links include jobs in Bangladesh, Bangla Natoks, Bangla Songs etc. |
To add your Newspaper please click here and send us the details thanks |